* কবিতাটি আসর থেকে চুরি হয়েছে এটি প্রচেষ্টা মাত্র



কৃষ্ণাঙ্গী বলে মুখ পুড়েছিল
বাজেনি ঘন্টা,শাঁখ - বারেও মেলেনি
রাহু,কেতু বৃহস্পতি শনির কোঠায়
"এ মেয়ে - সামলে রেখো"
বিধান জ্যোতিষে ! "দোষ আছে পূর্ণগ্রাসে"


নাক,কান,চোখ দেখে
ঝাপটা টিঁকিতে ! মায়ের অশ্রুজল
বোঝেনি তখনো, পাঁচটা শ্রাবণ গেল আষাঢ় উন্মন
ঘনকালো মেঘ - বর্ষাজল প্রথম লেগেছে
গায়ে মুখে শিহরণ -


"কে বলেছে কালো, এই যে একঢাল
রহস্য রয়েছে ঐ ঘনঘোর মেঘের মতন,ঐশ্বর্য্য ওখানে "
আকাশ নেমেছে গায়ে শ্রাবণ ছেলেটি
ওড়ণা তখন -
মেয়েটির, ভেলা হয়ে আকাশ গঙ্গায়