কাবুলিওলা
-----------------------


মিনি তখন আলতা পায়ে সিঁদুর রাঙা বৌ
সলাজ গালে উপছে ওঠে ময়নামতির ঢেউ
এ ঘর ওঘর এক হয়েছে স্বজন পরস্পর
বরের ঘরে বাপের ভিটায় মিনিই কলস্বর !


প্রখর দহন রৌদ্র ভীষণ মনকাড়া সে সুর
উদাস মিনি থমকে শুধু ভাবছে সেই দুপুর
শাসণ বারণ একফালি ঘর ছোট্ট অবস্থাণ
এদেশ ওদেশ মধ্যিখানে স্নেহের প্রতিষ্ঠান!


আপন স্বজন প্রমাদ গনে চার দেওয়ালে ঠাঁই
বাইরে যে তার বিশ্ব আছে মানুষ বোঝে নাই
দাদুর ছায়া ছোট্ট মিনি আগলে রাখা বুকে
মানুষ দেখে ধর্ম গেলে কি আর বাকি থাকে !


ছড়িয়ে আছে স্বজন শত মঞ্চ তলে একই
সেই পৃথিবী দেখার ছলে সব মানুষই দেখি
আল্লা দিলেন কোরাণ যেটা গীতার নামান্তর
বাইবেলেও জেন্দাবেস্তা বৌদ্ধ পরস্পর !


কাবলিওলার স্নেহের পরশ সবখানেই যার
একই রক্ত একই হৃদয় একই পরস্পর
জগৎ সভায় বিলীন সমান দু:খ সুখের রং
কান্না হাসির ভাষা সবই একই হৃদয় মন !


থমকে গেছে ধর্মগুলো কাটা ছেড়ার ঘায়ে
রাষ্ট্রে তখন চন্নমেত্ত ধর্মগুরুর ছা'য়ের
রাজ্যসভার প্রসাদে ভাগ মিনির ঘরে শোক
বান ডেকেছে অথৈ মিনি একাই ভিন্ন হোক !