ক্ষুধা সয়ে দাঁঁড়িয়ে আছি এ যাবৎ
উৎসবের পাশে, কি লিখব
ব্রম্ম না পাপ - ক্ষমা কর হে কুলীন !
অশ্বত্থ শাখও পারেনি নিবৃত্ত করতে,
টেনে ধরে শতকের নাভি
যদি চেয়ে থাকি
পূর্ণগ্রহ যুবকের মুখে
কেড়ে নি জ্যেৎস্না ঢলের তপ্ত ময়াম
সহস্র পাাপড়ি ছড়িয়ে
লেপ্টে দি সয়ে থাকা এ যাবৎ ক্ষুধা -
কোন্ কলঙ্ক ছড়াবে তুমি ভরপেট ?