সব চাওয়ার পেছনেই কারণ থাকে না ;
কোন না চাওয়ার পেছনেও কারণ থাকে,
                 দেখাদেখি গঙ্গায় আমিও ছুড়ে ফেলি দু'পাঁচ টাকা
মঙ্গল হয়।
আসলে অমঙ্গলের জায়গায় দাঁড়িয়ে
আমরা তার দেখা পাই।
আবার নরকে দাঁড়িয়েও মানুষ
স্বর্গ'কে প্রহসন বলে;
তাতেও ভুল নেই কোন
ভুল বলে আসলে কিছু নেই
সব সত্যি,সব ঠিক্-


সব জানার মাঝেও অনেক অজানা থাকে
-----আইনস্টাইনের কথায়--
যদি তিনি সবজান্তা হতেন
ব্রম্মা,বিষ্ণু,মহেশ্বরের মাহাত্ম্য কি
দৈবযোগে আমাদের মঙ্গল সাধন ঘটান ?
ল্যাতিন আমেরিকা আর জার্মাণ ঘেঁটে
ঘিলু বিপর্যয়ের সূত্র'টা তিনিই দিয়ে যেতেন ।
কিছু যান্ত্রিক সূত্রের লাগাম কষে
             আমরাও লাইন দিতাম
            সেই সূত্র পেতে........................।


ভেবেছিলেন সব জানবেন্
    অথচ মৃত্যুর সময় বলে গেলেন,
" আমি কিছুই জানি নি ".................


অবাক্ কান্ড !!
মানুষ সব জেনে ফেললে আমরা বলি অসাধারণ -
ভগবান নয় কেন ? অন্তত তার ডুপ্লিকেট ?


.........................................................................