দৌড়
*****************


জনগন্ জাগো , চলো , ছোটো , দৌড়োও
বাঁশীতে পড়লে ফুঁ পথে নামো বাকীরাও ।
রং মেখে নানা মুখ সেজে নামো মুখোশে
দাবী দাওয়া ভুলে হাঁটো সংশয়ে আবেশে ।

ভরসারা কাগুজের কোলাজের ধর্ণায়
নানা ছবি বাঁচা-মরা গোপন গুদোমটায়।
পঁচা লাশ ,বাঁচা লাশ, আধমরা কাগজে
খাবি খাও মরসুমী ঘুঁণ সাম্রাজ্যে ।


মৃদু হাওয়া ঝান্ডায় বৈশাখী আমেজে
সারাকাল উড়ে চলো স্বাধীন মেজাজে ।
হাঁটো যারা ভরসার মিলন আনন্দে
ঢাকো মুখ প্রভাতেরা বিচ্ছেদ দ্বন্দে ।


মুনিয়ার বাপ চলে ,চলে ওর পরিবার
হাফ্ ধরে শরীরে হাঁপরের দুরাচার।
শীর্ণ সে হাত তার ঝান্ডার সোল্লাস
পথ্ বলে চুপিসার আমাদের পরিবার।


জ্বরা আলি চিরকাল হেঁটে গেছে ধর্ণায়
পথ বলে কোন সনে,ঝান্ডার রংটায় ?
এলেবেলে সংগ্রামী সিটকোয় পথটায়
দুরারোগ সরে গেছে অন্তিম সময়টায় ।


হাতে তার শ্লোগানের ব্যপক আনন্দে
ছিল সব পথেদের মিলনের ছন্দে ।
রাঁধা হাত,বাঁধা হাত, মারা হাত, মৃতেরা-
চলো জোট কিছুকাল পথের বদান্যে ।


যত কাঁনা,খোঁড়া আছো সমাজের ত্যক্ত
আছি আমি সীমাহীন জগতে পর্যাপ্ত ।
বুক ভরা ঘিস্ ঘিস্ সংগ্রামী প্রশ্বাস
পাতো কান্ চুপে শোনো কান্নার ইতিহাস।
............................................................


রচনাঃ নিজ বাসভবন ।
রাতঃ ৮/২৫ ( ভারতীয় সময় )