দলেও  দুঃখ থাকে  হাসির ভেতর
কথার ভেতর  আলগোছে


তাল , লয়ে হাহাকার
                হৃদয়ের ঝড় জলে , আহত রোদন ।


শান্ত শ্রোতারা মিতব্যয়ী খুব
                      
দু'দন্ড সুখ দেয় তাপের আড়ালে ।


গলগ্রাহী হাতে
ক্ষতস্থাণ অশান্ত অসুখ


দায়বদ্ধ হাতে রাঁধা সাধের গাঁথুনি
                             রক্তচাপ গলনাঙ্ক চিরে টেনে দেয়
            
কাঁটা- ছেড়া নিষিদ্ধের সামাজিক ক্ষত।