নিস্প্রভ দীপের মত আকাশটা
গ্রহ নক্ষত্রের
ওঠাপড়ায় ম্রিয়মাণ কিছুটা
নান্দনিক ঝুলি গুছিয়ে
জোরদার পৌষের আপ্যায়নে
ব্যস্ত মরসুম !


জ্যোতিষ্ক চোখে পরেনি কোন
মাথা
ঠোকাবার মত


অথচ
তাদের পদাবলীর
সশব্দ
নাম কীর্তণে
জমজমাট অঞ্চল !


আজ আর ঐশ্বর্য নেই কাব্যে
হু হু শীতে
পশম গলিয়ে
মুক্তি চাইছে
সকরুণ অলংকার !


ঠনঠনে হাত গিয়েছে
আগুণশলায়
একটু উত্তাপের জন্য
কে ধরবে কলম
সে তো
ছান্দসি
বৃন্দের
তাল তুলতে মরিয়া
সাজগোজ ছাড়া
অচল সে ও


কিছুটা মঞ্চ চায় চূড়জোড়া দেখাবার !!