ছবির হিরিক


খানদানী সব ছবির হিরিক
মস্ত শহর জুড়ে
চলছে মহড় রাত্র  দুপুর
গাত্র,দেওয়াল ঘিরে।
তোমার মগজ আমার বসত
জমছে হাজার পিছু
কম দামে খুব কিনছে মানুষ
খবর উচু নীচু ।
দিচ্ছে ছেড়ে সর্প রংয়া কেশর-
লাগামহীন--
বলছে এবার খেল্ জমাবো
সময়'টা দুর্দিন।
লাগ্ ভেলকি লাগ্ ভেলকি
খেল'টা মজাদার
ছাড়লে মুখের সপ্ত মেজাজ
কে কার দাবীদার?
রাজার মেজাজ মৌজ কিনেছে
রাজার ধনে তা"
খোল নলচে পালটে সবে
বলছে ধিতাং ধা।
চলছে সবে সমান মাপে
শিখছি কানুন ধারা
বলছে না আর পাল্টে দেব
উল্টো নিয়ম যারা.....
গোঁফের গোঁড়ায় তা দিয়েছে
মজলিসে হাল-চাল
মরা খাবে, জ্যান্ত খাবে
ভাঙবে সুখের হাল্ ।


.........................................................................