আগুণে পুড়িয়ে মারল শেষে
লকলকে তাপে, বেঁচে ফিরেছিল
ছাঁদ ভেঙে পরে, ফ্রক ছুঁয়ে
চলে গেল ট্রেন অক্ষত ছিল তবু
একরাশ জল গিলে ফিরে
এসেছিল, মারেনি নদীও
বেঁচেছিল কাঁধ ভেঙে
কষাইয়ের পৌরুষ প্রমাণ কালেও -


সর্বত্র - ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে তবু ছিল


মোচ্ছব আগুণ দেখে
ভেবেছিল মৃত্যু বুঝি ! কাল হল তাই
জড়িয়ে পেঁচিয়ে নিল রোষে


দাউ দাউ লেলিহান
সাধ্যিমত যতক্ষণ দাহ্যপর্ব ছিল
পিছু থেকে বোঝা যায়নি ততটা
ফেরাতেই মুখ

শাপে তাপে বিদ্ধংসী হল !!