আমাদের ঘাম মাটিতে মিশেছে রক্তের ইতিহাস
ছড়িয়ে রয়েছে তামাম শোকের
ধূলিকণা প্রশ্বাস, চামড়া পুড়েছে পেটে আগুণের
দাউ দাউ উত্তাপ, মঞ্চে বেজেছে রঙীণ তোমার
মঙ্গলারতির শাঁখ | তুমি কি বলেছ ? চন্ডাল তুই
দরিদ্র , সাঁওতাল
সহস্র রিপু বস্ত্রে মাখানো আমাদের কালঘাম
তোমরা সাজাও আমাদের থালা দুনিয়ার উৎসবে
ঠাকুর আমার অজাগর খিদা পেট জুড়ে পরে থাকে !
সঞ্চয়িতা জানি না আমরা গীতাঞ্জলির সুর
বাছাটা আমার দু দিনের জ্বর হাপর জ্বালায় বুকে
রোমানিয়া বল বলশেভিকের গণতান্ত্রিক ঢেউ
আমাদের ঘরে অন্ধকারের বজ্জাতি খেলে কেউ
তুমি কি দিয়েছ সব্বার পাতে
জাতিগত ব্যবধান,উঁচু ডিশে ওরা ডিনার সাজালো
আমাদের মেটো ধান! তোমরা সেজেছ
গণতান্ত্রিক পাত গুলো ছল করে
ঠাকুর তোমার বরদান গুলো ফলে ঠিক কোন দলে  ?