কেড়ে নিয়ে যায় ক্ররতর চোখ সর্পিল -
কষ্টের দানা, যতটা বুনেছি খোরাকে
মুখ জ্বলে চোখে ষড়যন্ত্রের বিষাগার
কেন ও কিভাবে ধ্বস নামে সব প্রপাতে
পড়ে থাকে শুধু ফিরে যাওয়া ইতিহাস
বারেবারে যার উদ্বোধনের বিন্যাস  ------ !


গোছানো রয়েছে পৃথিবীর ঘর বাড়ি
প্রতিদিনই তার সাবেক কালের রীতি
নোনা ধরা ক্ষত পুরাতনে ক্রমাগত
আচমকা আরো রঙ বেরঙের প্রীতি
জোয়ার আসে অথৈ সওয়ার হয়ে
একই পথ শেষে ক্ষয়ে যায় সম্প্রীতি !


কবিতা লিখেছি মিথ্যের কথামালা
কোথ্থাও তার প্রাসাদ ফলেনি জেনো
হঠাত চিবুক ভরে ওঠে কার সুখে
উঠে চলে সুখ পদ্যের ভর করে -
অযথা মিছেই কার পিছে পিছে ঘুরি
খেই হয়ে গেছে সাতশত দিন বোনা !


নিন্দুকে নিল সাতটি রজনী, হিংসে
নিয়েছে পুরোটাই, দাঁতে দাঁত ঘষে
বজ্রমুষ্টি শেষ পাত কাড়ে সাহারার,
সকলেই এরা আদরের খুব, উঠা বসা
সম্মত, কতটা আমার জানি নাই
আজও, ঠিক ক' টা বসন্ত বরষার |