রাতে বেড়িও না যেন
অনেককিছু চোখে পরে যাবে
তার চাইতে সন্ধ্যা ভালো
হালকা আলো ছায়ায়
একই রকম, মূর্তি সে যাই হোক্
দ্বিচারিতা নেই | চোখ কান
খোলা রেখ কোথাও ফাঁদ পাতা আছে
কাছে যেওনা যেন , ভোরের আলোয়
সন্তর্পনে খুলে রাখা মুখোশটা
দেখবে পথে ছড়ানো |
একগাদা নীল ছবির কার্তুজ পরা মেয়ে
পোস্ট হবে তোমার সবুজ প্রোফাইলে
চিনবে তুমিও নাচঘর থেকে বেড়িয়ে
মেয়েটি তখন সদ্য স্বামীর |
বিশ্বাস হবে না তোমার অথচ
নিদাঘ কলঙ্কে ডুবে থাকা সময়টা
পরম সন্ধিতে ব্যস্ত
আরেক সম্পর্কে অন্ধকার জুড়তে |


চোখ কান খোলা রেখ আজকাল দেখা যায় সবটাই
তুমি কি জানো তোমার ছবি পোস্ট হয় আমার প্রোফাইলে |


                  ||২||


যে মেয়েটির অগাধ পরিশ্রম কাব্যে গানে
ছুটে চলেছে দিগ্বিদিক
আরও আরও উঁচুতে , থামাথামি নেই
হার মানে সময়ও
বর্ষিত হয় আশীর্বাদ - বিক্রী হয় সেও
নীল খামে মুড়ে ফেসবুক
শুয়ে থাকে নান্দনিক নগ্নতায়
একদল নেয়ে খেয়ে
নেচেই চলে প্রোফাইলে
কামলব্ধ প্রেমিক পুরুষ |


ইস্ কি বিপন্নতা হায় !