আমাদের একপাশ এখন সংঘর্ষ ক্ষেত্র
অন্যপাশ মদমত্ত জাতীয় কমিটির একতা মঞ্চ
আমরা সমস্ত উৎসবে
দুই পাশকেই আলিঙ্গন করি কেউ সাদা টুপিতে
কেউ বিঁজয়ার সন্ধিক্ষণে, কেউ কোরাণ পড়ি
কেউ গীতা কেউ বাইবেল |
একদিন আমি দেখেছিলাম একজন পোপ সহজ ভাষায়
আমাদের কথা বলছে,আনোয়ারের বোনের
কথা বলছে,যে বোনটিকে উদ্ধার করেছিল
ইসলামি এক ভাই আটদিন পর পঁচে যাওয়া
পানা পুকুরের পাঁক থেকে
ধর্ষক গ্রাম প্রধানের এক্সট্রা পাইয়ে দেওয়ার নিভৃত
অঞ্চলের, অন্ধকার আলোতে মোদো বাপের
ট্যাকে গুঁজে দেওয়া কড়কড়ে নোটের বিনিময়ে।
আমারই গ্রামের।
একদিন এসেছিল
চাল ধার করতে ,অন্যদিন মায়ের ওষুধের পঞ্চাশটি টাকা
সঙ্গে ওর অন্ধ বাপ
চিৎকার করে বলেছিল বাবু গৃহ যোজনায়
আমার বদলে ওরা লিখেছে জমিদারের ভাইপোর নাম
মা মরা একটাই মেয়ে বাবু বড় অসহায়
হোগলা পাতার ঘর ,ভয় হয় বাবু
বলেছিলাম জোড়হাত নামা - চেঁচিয়ে কথা বল,রুখে দাঁড়া
প্রয়োজনে উঁচিয়ে ধর টাঙি
তেড়ে যা শয়তানের সামনে চিৎকার করে বল
দিবি কি না নইলে এক কোপে ----
বলেছিলাম -
পরের দিন আমার বোনও, টাঙি নিয়ে
রুখে দাঁড়াতে পারিনি, আচ্ছন্ন হয়ে পরেছিলাম
দিন ক্ষণ পেরিয়ে হাসপাতালের বেডে
আজও সর্বাঙ্গ অসার, ডাক্তারি ভাষায়
কোয়াড্রিক প্যারালাইসড |



**এইসব কবিতায় বলতে চাইছি কারণ আর কোন মঞ্চ নেই কোথাও কেউ নেই, ঘরে মানুষ নেই,বাইরে রাজনীতির নোংরা ষড়যন্ত্রে যে যার ক্ষমতা দেখাতে ব্যাস্ত বিদ্ধস্ত হচ্ছি। রটানো হচ্ছে অপ্রাসঙ্গিক নোংরা কথাবার্তা।একজন মানুষ সে মহিলা অথবা পুরুষ সুষ্ঠভাবে বেঁচে থাকতে গেলে সকলেরই মানুষের প্রয়োজন। সকলেরই বেঁচে থাকবার অধিকার সমান। কেউ কারুর স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তাকে প্রতিহত করা উচিত।