এখন নিঃশব্দের দ্যেতনা বাজে
ভেতর বাহিরে
ইশারার স্রোতে শিরার ভেতর
কারচুপি কথা কাহাদের
সমুখে দেবতা আর যৌথ পয়গম্বর

ছড়িয়ে দিয়েছি গোটা প্রদক্ষিণ কেতু
তবু আলগোছে উঠে আসা কার

অমৃতং বাণী বাজে বুকের ভেতর।