রাজমিস্ত্রি এ ঘরটা আমার জন্যই বানিয়েছে বোধহয়
আজ এ অকালের বৃষ্টিটা বেশ ঘুম আনলো দারোয়ান-চোখে।
ঠিক ততটুক সময় অন্তত দিনের বেলা
ভাবিনি,
আমি কেন নতজানু তোমার কাছে?
পৃথিবীর সব স্মৃতির অতলে যে নক্ষত্র
ভরা আকাশ দেখি তা আমার রোমন্থনের ফল।
তোমাকে যদি না ভাবতে পারতাম বীরদর্পে চলো যেতাম কত ক্রোশ-
তাতে তোমার আক্রোশ হয়ত হতো!
মেঘাচ্ছন্ন শুচিস্মিতা শিশির শুকিয়ে জেগে ওঠ;
শঙ্খধ্বনি তোমাকে ব্যাকুল করে না?
আমার শরীর জুড়ে তুমি ছায়াচ্ছন্ন।