খুব গরম, রোদে ডুবে আছি,
তোমার খবর বলো?
আমি ঘুমাই, খাই, স্নান করি রোদেই
বলতে পারো আমার রুমেই ওর উদয়
আমার রুমেই ঘুম।
কী আশ্চর্য সুন্দর রোদের ভালোবাসা,
বাসাটাও ভালো।
আজ রোদ পড়লে এসো সবুজ মাঠটাতে
ঘাসের ঘুলঘুলির ফাঁকে যতটুক বাতাস
আছে সব ধরে এনে দেব তোমাকে।
চটকদার চঞ্চল ঘাম তোমার কপালে,
গলার ভাঁজে খেলা করবে শীতল হয়ে।
আসব, বললাম;
কেন? তুমি অজুহাত পছন্দ করোনা তাই
ও হাতে তোমাকে কখনো ছুঁই না!
রোদ-ক্লান্ত কাননে আজ নিচেতন হবে
আমার দুই হাত
তোমার নরম উরুতে।
আমি উড়ব বাতাস হীনতায়।
আমি আসছি
পড়ন্ত বিকেলে।
তোমার জন্য শুধু দুই হাত এক হৃদয়,
অজুহাত কখনও নয়।