কবিতাটি আসরের কবি, বন্ধু অবন্তিকা সরকারকে উত্সর্গ করলাম।


কোনোদিন দেবী বলেনি,
আমার মন্দিরে এসো না,
আমাকে দেখ না, তোমার এখনো
পূজার বয়স হয়নি,
তুমি কী শুধু আমাকেই ভাবো,
না কি ভাবনা জুড়ে আছে হলুদ-খামের
রহস্য, আধুনিক কোনো মেসেস ডিভাইস,
ঘুম-বড়ি বিছানার একপাশে থাকে কি?
ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র ক্ষিপ্ত হয় স্নায়ুর
আঁকাবাঁকা তারে,
তুমি কি আমায় প্রণাম করো নাকি পদ-চুম্বন করো, রাঙা পায়ের সৌন্দর্য দেখ?
কমিটির কয়েকটা বুড়ো বাঁদর আর বখাটে দু-চার যুবক মদ্যপ-নৃত্যরত;
পদ-চুম্বন করি বা প্রণাম করি,
তাদের দলের নই।
বলতে পারো না আমায় দেখা দেবে না।