মালী বসে আছে লাঠি হাতে,
তাড়াতে কত কী!
মানুষ হয়ে মানুষও তাড়াও মালী,
তিরস্কারে ভূষিত করি না তোমায়,
তৃষিত যে জন বাগানে ঢুকবে আকাশ
দিয়ে হাতের নাগালে নেই তোমার,
ফুলের বুক থেকে মধু শুষে নেবে;
দীর্ঘঃশ্বাসে বুক ভরবে না-পাওয়ার বেদনা,
মুঠোভর্তি বুক-ফুলের সুধার স্বাদ
জিহ্বার এক ইঞ্চি উপরে থাকবে তোমার।
তাতে কি স্বাদ বুঝবে, সাধ মিটবে?
মালী রাত জেগো না, ঘুমাও নিভৃতে
ফুল চুরি হবে না, মালিক টের পাবে না
চুড়ির শব্দ, আমি পাকা শাঁখারী।
শুধু বারবার উড়তে ভালো লাগে না,
মাটিতে পা রাখলে রেখাও পড়ে না পায়ের,
শুধু যেতে দাও সুধার স্নেহ একবার বোঝ।