শ্রদ্ধেয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের " ফুল ফুটুক না ফুটুক " কবিতার অনুপ্রেরণায়)


কেউ ভালোবাসুক না বাসুক
আমরা ভালোবাসব
হলুদ বসন্তে লাল শাড়ীতে, ফুলের চুল বন্ধনী
হাতে লাল গোলাপ হাসুক না হাসুক-
গ্রামীণ সবুজ ধান ক্ষেতের কিষাণ-কিষাণী
কিংবা খড়ের আগুনে পোশাক কেনা শীত পোশাকহীন বুড়ো-বুড়ি অথবা কুমারী-
কোনো যুবতী-যুবক কালো-মোটা-খাটো, কিম্ভুতকিমাকার
ভালোবাসব।
যে পথে হেঁটে হেঁটে খুব ধীর পায়ে আঁধার চলে গেছে,
সে পথে আলোর ব্যারিকেড দেব ভালোবাসায়,
নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কালোদিন
আর আসবে না।
আকাশ ছাতার বাড়ি পৃথিবী ঘর,
ত্বক ফাঁটা গাছটাকে জড়িয়ে কাঁদবো না,
ছাদের এক কোনে ভাববো না সাত-পাঁচ।
কেউ ভালোবাসুক না বাসুক
আমরা ভালোবাসব।
প্রজাপতির ইচ্ছে হোক না হোক চুলে উড়ে পড়তে।
শীতের ফাঁটা ঠোঁটে ভালোবাসার প্রলেপ
মেখে মসৃণ ওষ্ঠাধরে আগামী দিবসে
তোমাকে বলবো স্বাগত।