তিল-তিল করে গড়েছি এ হৃদয়,
গড়েছি তিলোত্তমা, উপমা একটি শব্দে
মায়া, বন্দনা শুধু বন্দি হৃদয়ের।


অদ্রি-সম কিছু একটা ছুঁয়ে ফেলেছি, গড়েছি বীথি, তীথি নক্ষত্রের, হোক সে কালো মোটা অথবা বেটে, খ্যাপাটে ষাঁড়ের মতোই প্রেম সব মৌসুমী হাওয়ায়।


ইয়াসমিন, শাপলা-পাপড়ির
মৌ-মৌ সুগন্ধ হয়তো নেই, তবুও
সে ফুল অথবা নারী, কাছে টানে কীট থেকে মানুষ পর্যন্ত।


মিতা মৌয়ের সাথে হাতে হাত নয় নন্দি
বাতুলতা এটা, এপিটাফে লিখে রেখ, প্রেম হয়েছিল শুধু একজনের সঙ্গেই।
ঘটা করে আসা ক'টা নারী শুধুই যৌনতা,
নিঃসঙ্গ সারারাত দুঃসহবাসে ছারপোকা।