এই যে নেন স্যার
না- না এ কী আমি পারি?
না লাগবেনা আমি এমনিতেই,
ও তা জানা ছিলো না আমার।


নেন স্যার এ অধমের
যত্ কিঞ্চিত অর্ঘ্য নিবেদন,
এ কি অন্য কিছু!
কী যে বলেন স্যার!


আপনারই প্রাপ্য বস্তু
তা কি কারও হতে পারে?
আপনি যে এর যোগ্য
খুশিও হব আবার।


না-না আমি এমনিতেই
বোঝনা কেন আমি,
আপনি নিলেই তবে
কাজটা আমার


কাজে আমার নেই
ঐ সব ব্যাপার!
সত্যি স্যার?
হুম কী যে মনে কর।


ও আচ্ছা, কিভাবে ওটা
হলো মোটাসোটা?
একটু যোগ করেছি,
কিছুই না!


স্যার বিলিয়ন শেষেও
মাত্র লেখে,
হাজার শেষে তাই
কিছুই না!


নেন স্যার,
দিতেই যখন চাচ্ছো
জানি তুমি ছাড়বে না,
দিতেই যখন চাচ্ছো।


স্যার তবে আসি
এসো তবে,
এটা কিছু না স্যার
বকশিস স্যার।


যাও তবে এবার
ভেবনা কাজের ব্যাপার!


২৭/১০/২০০৫, চলবলা।