এই দেশ আমার,এইদেশ তোমার,
এইদেশ সকল আলেমের ;
এই দেশেতে ঠাঁই হবেনা
ঘৃণ্য কোন জালেমের।


এই দেশেতে আছে শত
পীর-মাশায়েখ-আউলিয়া;
আল্লাহ চাহেন--তাদের দোয়ায়
হইবি তোরা দেউলিয়া।


হটবে জালেম, থাকবে আলেম,
পার পাবেনা চোর ডাকাত ;
বন্দি হবে সকল পাপী
হবেই হবে কুপোকাত।


দুঃসহ সব জালেম তোরা
করছিস মোদের শাসন,
আমজনতার হাহাকারে
উল্টে যাবে আসন।


আসন যাবে, বাসন যাবে,
হইবি সবাই নি:স্ব ;
আস্তাকূলের রাস্তার পাশে
থাকবে তোদের শিষ্য।


থাকতে যদি চাস রে তোরা
আসীন তোদের গদিতে ;
সাবধান তোরা--হাত দিবিনা,
কোনও আলেমের গায়েতে।