হাসছে দেখো ঐ যে শিশু,
নেই কোন তার দুঃখ কিছু।
কখনো সে কাঁদাতে পারে না
দিতে জানে না দুঃখ।


শিশুরা দেয় আনন্দ খুশি
ওদের করো না কেউ অসুখী।
ওরা জানে না কি ভালো মন্দ,
ওদের মন যে বড় চঞ্চল।


নিষ্পাপ এই শিশুদেরকে,
মেরো না কেউ আঘাত দিয়ে।
ওরা মিষ্টি, ওরা দুষ্টু
দেয় না কখনো ওরা কষ্ট।


তোদের মন স্বচ্ছ, পবিত্র
হাসির খোরাকে এরা পরিবৃত।
পাখিরা খুশি হয় ওদের দেখে,
ফুলেরা হাসে ওদের হাসিতে।


ওদের মুখের মিষ্টি ভাষায় -
মন ভরে যায় ভালোবাসায়।
ওরা দুরন্ত, অশান্ত হলেও,
ভালোবাসা দেয় সবার হৃদয়ে।


ওরা মায়ের চোখের মনি
সবার চেয়ে সেরা।
ওরাই দেশের শ্রেষ্ঠ  সম্পদ,
প্রিয় মূল্যবান রতন।