কাচের টুকরোর মত
যখন ভাঙবে সংসার।
হাজার চেষ্টা তে তখন,
লাগবে না জোড়া আর।


একদিন স্নেহ ভরে
যে ঘর গড়ে মানুষ।
নিমেষে ভেঙে পড়ে
সামান্য ছিদ্রতে।


এতটুকু ছিদ্র যদি
থাকে বাড়িতে
সংসার ভেঙে যায়
একটু একটু করে।


ইটের দেওয়াল তুলে
যত ঘর বাঁধো
ছিদ্রের কাছে সবাই
হার মানতে বাধ্য।


ঘর যত আলো করে
গড়াতে চাই সবাই।
বৃহৎ ছিদ্র এসে
তারে ভেঙে দেয়।


ভাঙা ঘরে ভরে যায়
ছিদ্রের  সংসার।
যে সংসারে ছিদ্র ছাড়া
থাকে না কিছু আর।