ঘন মেঘ রাশি কুঞ্চিত কেশ,দীঘল ঘোমটা টানি,
অমোঘ আবেশে,কে যায় হরষে চমকে বিজলি হানি!
ভুরু পল্লব স্থির মহা ঘোর হানে ক্ষণে ক্ষণে ছুরি,
অধর জুড়িয়া পরাণ ঢালিয়া তাহাতে রহিব মরি!
চপল চরণ আলতা বরণ কভু ফিরে ফিরে চাওয়া,
দখিন সমীরে মিতালী করিব আঁচলে রহিব ছোঁয়া!
কলসী ছলকে যৌবন ভাসে সিক্ত কটির দেশ,
বসন নিঙারি পড়িতেছে ঝরি আহা মরি মরি বেশ!
জোছনা সহিতে চন্দন মাখা ও তনু সুবাস ঢালি,
বহু বিভঙ্গে চলিছ কি আশে,করি সখী সনে রসকেলি!
কপোল আকাশে আবির বাতাসে আঁখি নাহি কভু সরে,
পেখম ময়ুর পরাণ অধীর কেমনে রাখিব ধরে!
মানে না এ প্রাণ ভুলিছে বারণ বিদ্ধ অনল বাণে,
নীলাম্বরী অরূপ রূপেতে মুকুতা ঝিলিকি হানে!
চাহিয়া চাহিয়া কেমনে কাটিবে দীর্ঘ দিবস রাতি,
বল সখী বল কেমনে তোমার পরশ পাইব-
প্রাণ মন যত সকলি সঁপিয়া কেমনে হইব সাথী!!