ধ্বংসোন্মুখ দিবস ক্রমে রক্তিম হয়ে আসে-
পশ্চিম জানালায় কালশিটে হয়ে ওঠে নিঃশ্বাস;
নির্জন রাতের উপত্যকায় ভেসে আসে শকুনের ডাক,
ধূসর মরু পেরিয়ে, জলাজঙ্গল পেরিয়ে, তবু চলে-
ক্যাকটাস বুক চিরে মরীচিকা অন্বেষণ!
কোনভাবে পৌঁছতে হবে, কোনভাবে পেরিয়ে যেতে হবে;
উঠনের ওইপারে; ব্যাসার্ধের পূর্ণতায় অন্য কোন গ্রহদ্বারে,
সকল জ্যামিতির কোণ ভেঙ্গে ভেঙ্গে গড়ে নিতে হবে-
দৃশ্যান্তরে মূর্ত হয়ে ওঠা অন্য কোন বাঁকের কাদামাটি আলপথ;
শেষ আলোর মৃত্যুর পরে হয়তো হেঁটে যাওয়া যাবে,
অন্য কোন সভ্যতার যোনিপথ ছুঁয়ে নতুন আঁতুড়ঘরে।