তোমার স্পর্স এখনো জীবিত আমার মিথ্যে বাঁচার মাঝে-
এখনো সে মূর্ত অনুভব,
নিয়ে যায় খবর আমার গহীন রাতের;
এখনো যে ভাঙ্গনের পাড়ে প্রহর গুনি!
নতুন জলের স্রোত হতে মালিন্যহীন উঠে আসি,
তোমায় দেখার ছলে বিষণ্ণ বুদবুদে;
তোমায় ছোঁবো বলে-
রাতের বুকে লুকিয়ে রাখি সকল সর্বনাশ,
মুঠো মুঠো সবুজ বাতাস,
আমার কাঙ্গালী শরীর চুমে মিলায় মহাপ্রস্থাণে-
তুমি হয়ে, শুধু তুমি হয়ে!
কত জল বয়ে যায় গঙ্গার বুকে-
কত জল নতুন ভাসানে ভাসায় আমার কবিতা ভ্রূণ,
আমি এখনো সেখানে যাই;
যেথা তুমি আমায় নিরস্ত্র পেয়ে হত্যা করেছিলে,
আমার কঙ্কাল করোটি রেখেছি সেথা;
যেথা সবুজ ঘাসেরা লজ্জাবনত আজো।