আকাশ জুড়ে ভেসে আছে যে পুরুষালী মেঘ;
তোমার নগ্ন দৃষ্টি চেয়ে তার পানে-
ঘনকালো আস্ফালনে যদি ছুঁয়ে ফেলে সে;
তোমার দুঃসহ বসন্ত;
যদি ভিজিয়ে দেয় কোন ফুটিফাটা উপত্যকা;
যদি কাদামাটি শরীরের গোপন গহ্বরে;
অঙ্কুরিত হয় কোন বেনামী সম্ভবনা-
পাঁচমিশেলি উপহাসে-
তাকে কোরো না প্রত্যাখান।
বেরঙ করার ইজারা নিয়ে বসে থাকা-
স্থুল সভ্যতার ঠোঁটে আর চোখে জেনো,
আজো বেঁচে অপরিমার্জিত যুগ।
শুধু যুদ্ধ চালিয়ে যেতে হবে-
যুদ্ধ চালিয়ে যেতে হবে মৃত্যুর পরেও,
অনেক জন্ম ধরে! তারপর-
একদিন উড়বে বিজয় কেতন;
আগুণ নিমন্ত্রণে বৃষ্টি মেঘ ছোঁবে শরীর;  
সেদিন জিতবই- জিতবই তুমি আর আমি,
বৃষ্টি ভেজার ভয় থাকবে না আর কোন।