তোমাতে যদি না থাকতে পারি তেমন
তবে কেন মিছে ফেরার পথ দেখি চেয়ে;
তারচেয়ে তোমার স্পর্শ পেতে
যদি মাতাল হয় নিঃশ্বাস-
যদি আনাগোনা করে
ধ্রুপদী বাতাস এঘর-ওঘর;
যদি ফ্যাকাশে শরীরমেঘ,
ভেসে যায় দূর নীলিমায়-
কোনো এক রক্তিম বিকেল আলোয়,
নদী জলে ভাসে লাল রঙ;
তখন যদি পার তুমিএসো ফিরে -
এসো পেরিয়ে আমার দীর্ঘ রাতের পথ,
চেয়ে দ্যাখো কাকভোর পূবের আকাশ;
আমার সকল মেঘ শরীর-
দাঁড়িয়ে বৃষ্টি নিয়ে,গুনছে প্রহর;
কাগজের নৌকো ভাসানো জল হয়ে-
ছুঁতে চেয়ে খেলার ছলে!
আঁচলায় সে জল ভরে,
যদি একবারও তোল কৃত্রিম ঢেউ-
নাহয় কুড়িয়ে নেবো ক্ষণিক ভ্রমে বিস্মৃত অতীত,
হয়তো তুমিও পেতে পার আমার মৃত শরীরের অণু পরমাণু।