অসম্ভব নিস্তব্ধতায় ঘুমিয়ে পড়েছে যেন পৃথিবী-
তবু নির্বাক ঝড় বইছে চোখের তারায় প্রতিরোধহীন;
চৌম্বকীয় আকর্ষণের অন্তিম সামর্থ্য ব্যর্থতায় স্থবির,
অনাকাঙ্ক্ষিত সময়ের সম্মোহনে শব্দশূন্য নীরবতা চারিদিক,
মহাজাগতিক জলপ্রপাত তাই শুধু ঈশানের কালোমেঘ।
তবু এই বিকলাঙ্গ ভূখণ্ডে জ্বলে অসামতলিক দাবানল;
তবু সাদা পাখির ডানা দেয় উড়ান শীতহীন দেশে;
হয়তো পরিণাম হীন সে যাত্রা থেমে যায় বেখবর;
ধ্রুবতারার দেখানো পথে ফুরায় আলো বিকেলের মতো-
থামে না তবু অশরীরী শরীর হতে শব্দহীন কোলাহল।
নিঃশব্দ ভালোবাসাবাসি জন্ম হতে সহযাত্রীর মতো;
তাই সূর্যের আলো খবর নিয়ে যায় নির্বাক প্রতিদিন;
তাই ছায়াপথে এত আলো দাঁড়িয়ে কতকাল আলিঙ্গনে;
হয়তো স্পর্শহীন তবু এক শরীরের শোণিত প্রবাহ;
ভাসিয়ে রাখে অন্য শরীরের ছবি অস্ফুট উচ্চারণে।
তবু শোনানো যায় নি কতকিছু কতকাল;
যায়নি শোনা কত আকাঙ্ক্ষার ধ্বংসপ্রাপ্ত আহ্বান;
তবু আকাশের নীল মেখে সুখে ঢেউ ওঠে সমুদ্রে-
সমুদ্রজল মেঘ হয়ে ভাসে বাধাহীন আকাশগায়;
অস্ফুট ঠোঁট আর অনন্ত চেয়ে থাকা মেলেনা কখনো;  
পরিনামহীন,বার বার নিষ্ফল শুধু দূরে দূরে সরে যায়।