বাতাসের ঠোঁটে স্পর্ধা দুর্নিবার-  
অন্য আলোর ঢেউ ভাঙ্গা দৃষ্টিপথ,
মৃত্যুর মতো হাতছানি অহর্নিশ;
নীল সর্বনাশের ভিতর উশখুস,
ছটফট, বাঁচার ছোটাছুটি দিক্বিদিক!
ভাঙা মাস্তুল আঁকড়ে চলে বিবর্ণ সাঁতার,
বাঁচার ইচ্ছে ছোটে ক্রমাগত মৃত্যুর দিকে;
তবু অন্তহীন সে বোকামি বড় খুশির,
জীবন ছোটে জীবন ছাড়িয়ে চেতনহীন!
সাদা পালের গায়ে বাতাসের অধীর চুম্বন-
অলক্ষ্য যাত্রার পথ দিয়ে যায় চিনে;  
তাই মাঝি বাঁচে বার বার-
দাঁড়িয়ে মৃত্যুর চোখে চোখ রেখে-
সর্বনাশের নীল আলিঙ্গনে।