মৃত ইচ্ছের লাশ জমছে জন্মাবধি,
মিশে আছে আগুণ লাভার স্রোতে;
ফল্গুর মতো তার অমরত্ব শুধু;
দৃষ্টির ওই পারে, অদৃশ্যে!
তবু পাথুরে শরীর শুষে গড়ে ওঠে;
পরিচয়হীন অন্য জীবন-
নিঙড়ে সে নিশ্চিহ্ন করে দিতে চায়;
কৃষ্ণগহ্বরের মতো!
এরপর যদি কোনদিন অগ্ন্যুতপাতে-
সে শরীর যায় ধুয়ে;
নতুন ছায়াপথের নিকনো উঠোনে;
হয়তো তখন হবে নবান্নের উৎসব।