মিছিল চলছে-
খুব বড় মিছিল;
সুনামির মতো-
আছড়ে পড়েছে রাজপথে;  
তবু পান্তার জলে ভাত খুঁজে খুঁজে;
ক্লান্ত শৈশব!
থাকি যে উড়ালপুলের নীচে-
বুদ্ধি আছে কিনা জানা নেই,
তবে বেশ শক্তিমান আমি;
কুড়নো কাঁথায় থামিয়েছি কত শীত;
আমার বুকের উপর হেঁটে গেছে-
কত শত প্রতিবাদ!
মিছিল চলছে-
আজও মিছিল চলছে বুকের উপর,
তবু আমি ভাত খুঁজি,
তবু আমরা ভাত খুঁজি পান্তার জলে।