এসো নিষেধ তুলে যাই মিশে যাই,
কষ্ট নদীর বাঁকে;  
ভাগ করে নিই অনুক্ত সুর,
আউল বাউল সুখে!


চলো ইছেমতির পাড় ধরে ওই,
পথ হয়ে যাই পার;  
দুষ্টু দুপুর ছায়ার মায়া,
যেথা শাল পিয়ালের সার!


এসো ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে,
একুল ওকুল ভুলি,
চুপ কথা সব যাক ভেসে যাক,
বানভাসি ঢেউ তুলি!


লালমাটির ওই বিজন পথে,
মেঘ ভাঙ্গা রোদছায়া;
মহুয়া শরীর  মাতাল পায়ে,
আকুল ব্যাকুল ছোঁয়া।


চলো নিষেধ তুলি নিষেধ ভুলি,
জোছনা চাঁদের সাথে;
হাস্নুহানা জাগুক না হয়,
সর্বনাশের রাতে।