কত কিছু না পাওয়া পুড়েছে শ্মশানে-
তবু পৃথিবী আগের মতোই চলমান;
একদিন আমার শরীর পোড়ানো ধোঁয়া;
আকাশ ছুঁতে, ছুটে ছুটে যাবে;
তখনো হয়তো পৃথিবীর পথ;
নিরুদ্বেগ,আগের মতোই ভাবলেশহীন।
তবু যেন থেকে যাবে কোথাও—
কোনো বন্ধকী ঘরে,
মৃত্যুহীন  বীভৎস  নির্মিৎসা—
কত কি জন্ম দিয়ে চলে সে কারণ অকারণ,
বন্য বিবর্তনে যা সব শুধু দোদুল্যমান-
এপার ওপার কতকিছুতেই ছুঁয়ে ছুঁয়ে ফেরে,
তারপর একদিন হয়তোবা ঠাঁই পাবে মর্গের স্তূপে।
অনেক মৃত্যুর সাথে হাতে হাত রেখে,
শেষমেষ শেষটুকু ঠিক যাবে বেঁচে;
তাই কবরের মাঝে-
একবার শুধু পাশ ফিরে দেখা;
কিংবা ছায়া শরীর হয়ে বাতাসে ভেসে থাকা;  
ফিরতে চেয়ে আবারো মৃত্যুহীন ইচ্ছের মাঝে;
নতুন কোনো প্রবাহে!   ,
নতুন কোনো যুদ্ধের আগে;
মুঠো হাতের মিছিল ছবি এঁকে;
কবিদের ঘুমহীন চোখের তারায়।