যেমনি চলছে চলুক, চলুক এমনি-
তীক্ষ্ণ শব্দ ভাসুক খোলা জানালায়,
গোঙানির স্রোতে লজ্জা ছড়াক যতখুশি,
ছড়িয়ে পড়ুক আগুণ বিন্ধ্যারণ্যে;
তবেই বৃষ্টি নামবে ঝমঝমিয়ে;
ভেজা মাটির বুকে!
তর সইছেনা অঙ্কুরিত আগামীর,
শিকড় বেয়ে যত নেমে যাবে সে-
ঝড়ের কাছে সে খবর ঠিক যাবে,
শাখা-প্রশাখার চরম আলিঙ্গনে।
পূর্বজন্ম যদি দিয়ে ফেলে উঁকি;
ফিরিয়ে মুখ যদি অস্ফুটে বলে যায়-
যেমন চলছে চলুক-
কাদামাটির শরীর তখন নিম্মজিত,
ইচ্ছে সমর্পণে বাঁধভাঙ্গা উল্লাস,  
শেষ আলো নেভা অন্ধকারের ঘরে,
আর শুধু অনুচ্চারিত শব্দ মিছিল যায় ভেসে-
নিশ্ছিদ্র রাতের সাথে জানালার ওই পারে।