ভীষণ বোকা তোমার কামান গর্জন—
কবিতার গায়ে যতবার আগুণ ধরাতে চাও;
জেনো ততবার তীক্ষ্ণ শব্দসকল হবে নতুন কবিতা,
যতবার তুমি শুধু শরীর ভেবে চিরে দিতে চাও—
তা শুধু জলের বুকে বৃথা অস্ত্র প্রহার;
জেনো ততবার সাগর হতে আমি মহাসাগর হবো,
যতবার তুমি ক্যানভাস ছিঁড়ে দিতে চাও;
তা শুধু তোমার কাল্পনিক ক্রোধ,অকারণ নখরাঘাত;  
হয়তো আমার আপাত মৃত্যু তোমার উল্লাস কারণ,
হয়তো আমার রক্ত তোমার দাঁত ভিজিয়ে করে শান্ত;
তবু জেনো তোমার প্রতিটি বোকা চিৎকার ছিঁড়ে—
আমি অনেক শরীর হয়ে জন্মে যাবো অহরহ;
একদিন তুমি প্রান্তিক হবে বড় নির্মম,
সংজ্ঞাহীন,শরীরহীন,অর্থহীন ভাবে পথের ধুলোয়;
নির্বোধ ভাবে শুধু লড়ে যাও নিজের সাথে-
এ কুরুক্ষেত্র রণাঙ্গনে!
আর অপেক্ষা করো অষ্টাদশ দিন পর্যন্ত।।