ঘামের বৃষ্টি চুঁইয়ে ছুটছে—
চশমার ফ্রেম ছুঁয়ে কাঁচের বুকে,
ঝাপসা শরীর তারপর দৃষ্টি অন্তরালে-
ধূসর পৃথিবীর বুকে আঁকা যেন নির্বাক ছবি;
তলিয়ে যেতে যেতে নিশ্চিহ্ন গহবরে!
তবু বাতাসে ভাসা চেনা গন্ধ ছুঁতে;
ফল্গুর বুক চিরে বেরিয়ে আসে;
মুঠো হাতের এক শ্যাওলা শরীর।