এক ঝাঁক পাখি উড়ে গেছে-
লাল আলো মেখে নদীর ওপারে;
সে শরীর ছায়া ভেসে গেছে স্রোতে;
মোহনার সঙ্গমে তারি ছবি ভাসে-
মুঠো মুঠো সাদা ঢেউ ফেনায় ফেনায়!
ছেঁড়া পাল নৌকো হয়তো যাত্রী বিহীন-
তবু ভেসে থাকে নীল জল বুকে;
হয়তো সেথায় কোন বিমূর্ত চোখ;
সে ছায়ার ভিতর খুঁজছে মাথা কুটে;
শুনতে চাইছে রক্ত মাখা নিঃশ্বাস শব্দ;
ছুঁতে চাইছে পলকহীন চোখের তারায়;
আর মৃত ছায়া ভাসে স্মিত হেসে-
মুঠো মুঠো সাদা ঢেউ ফেনায় ফেনায়।।