চোখের পাতা জুড়ে জমে ওই ঈশানের মেঘ-
ব্যাধিহীন দৃষ্টি তারায় তবু হলুদ আলো!
ন্যুব্জ পৃথিবী তাই পথ ভুল করে ধারাপাতে;
ব্যাকুল ধ্রুবতারা খোঁজে ঘর উত্তরাকাশে;
অনেক দৃষ্টি মিছিল যখন শুধু শৈলতুষার।
তবু মিছিল চলে দৃষ্টির,অন্তহীন কালের মতো-
দাবানলের মতো,আগুণ সঙ্গমে সাপেদের মতো!
তারও পরে চেরা জিভে বয়ে যায় নীল জল;
হয়তো সে স্রোত থেমে কোথাও হবে যুবতি জলাশয়;
বন্ধ চোখের গুহায় যখন নামবে শেষ অন্ধকার;
ব্যাঙাচির ঝাঁক সাঁতরে তখন সে পথের খোঁজে-
কচ্ছপ পিঠ হয়ে যাবে পার উল্লাসে,কোলাহলে;
ঈশানের মেঘ মোছা হলুদ আলোর পথে-পথে।