ব্যাস! এবার সব মুছে ফেলা গেছে—
বন্ধ কলম থাকুক এবার তোলা,
সাদা কাগজটা আকাশের গায় থাকুক সাঁটানো,
বৃষ্টি মেঘ ভিজিয়ে নগ্ন করুক আরো,
কাদা হয়ে যাক সব—পড়ুক খসে খসে,
তারপর মাটি হয়ে উঠুক জমে,
বুকের পাঁজর সরিয়ে গড়ুক উপত্যকা!
তখন সেখানে যদি,লিখতে বসে কেউ—
আদি জীবনের আদিম জীবনচরিত!
লিখবে হয়তো এ কলম তখন—
আকাশের চোখে চোখ রেখে রেখে।