কেমন আছো তুমি হলুদপাখি?
জানিয়ো আমায়—
এখনো কি তুমি আস আমের ডালে?
সকাল জানালায় কথা বল একা?
এখনো কি ভাঙ্গাতে আস সকালের ঘুম?
তুমি জান না আমি ফিরে গেছি—
আমি ফিরে গেছি—সকালের অনেক আগে!
রাতের আঁধার তখনো হয়নি ফিকে;
তবু তোমার জন্য ঠিকানা গেছি রেখে;
পূব আকাশের প্রথম রোদের কাছে;
যদি পারো তুমি এসো ফিরে—
আমার চালচুলোহীন অশরীরী ঘরে,
নতুন ঠিকানায়।