একবার যদি ডাকো কাছে-
উড়ে যাবো ফিঙ্গে ডানায়;
থেকে যাবো মুকুলের ঘ্রাণে,
ফাগুনের আমের শাখায়!
সুবাসে ভরাব’ উঠোন তোমার,
মাখাবো আবির জড়িয়ে মাধবীলতায়।
নুয়ে পড়া ধানের শিষে,
শিশিরের জমা জলে—
ভেজাবো পা তোমার সাথে,
সকালের আলপথে!
ইছামতি নীল জলে—
লজ্জা ভাসানো ঢেউ তুলে;
শাপলা শালুক বনে,
কাটাবো সময় তোমায় ছুঁয়ে!
বিকেলের রোদ মেখে;
ঝিঙ্গে ফুলে ফড়িঙের মেলায়;
তোমায় খুঁজে পেতে,
ডেকে যাবো দোয়েলের শিসে!
তুমি একবার শুধু ডেকে দেখো—
সন্ধ্যা চাঁদের আলোয়;
নৌকোর পালে ছুঁয়ে থাকা,
বাতাসের মতো বহুদুর হতে—
ঠিক উড়ে যাবো ফিঙ্গে ডানায়, কিংবা—
ছায়ারোদ মাখা সাদামেঘ ভাসা,
নীল আকাশের বকের পাখায়;