একটা মৃত্যুর জন্য শুধু জন্ম অকারণ
তাই বৃদ্ধ পৃথিবীর বুকে জেগেছে,
উন্মত্ত জলোছ্বাস;
পা ফেলার শেষভূমি শেষ,
শেষ নিঃশ্বাসের মতো-
এবার শব্দহীন হোক ঠোঁট;
শুয়ে পড়া যাক আগুনের বুকে;
নীরব শরীরের শেষটুকু এবার,
পুড়ুক না হয় যেমন তেমন-  
পোড়া শরীর ধোঁয়ায়-
চুম্বন আঁকুক খোলা আকাশ-
হয়তো পৌঁছে যাওয়া যাবে,
পেরিয়ে বহু পথ এরপর;
বহু ছায়াপথ ছুঁয়ে ছুঁয়ে;
অন্য কোন নবীন গ্রহে!
নতুন আলোয়,
তখন না হয় খোঁজা যাবে;
মহাপ্রস্থানের মূর্ত অজুহাত,  
কিংবা প্রতিদ্বন্দ্বীর বিমূর্ত ছায়া শরীর,  
আর—
বেঁচে থাকার অগণিত শর্ত সব!