এখনো ঘাম স্রোত,
বয়ে যায় শরীর জুড়ে-
এখনো পাথর কাটি!
তোমার জন্য;
এখনো তোমাকেই গড়ি,
ভাঙ্গি তোমাকেই,
নীরব স্লোগানে যখন-
ফুলে ওঠে শিরা উপশিরা,
ছেনি হাতুড়ীর অক্লান্ত আন্দোলন,
যখন গড়ে তোলে নির্বাক বিপ্লব!  
বালির স্তূপে গুঁজে মুখ,
যখন খোঁজে শুকনো ঠোঁট-  
ফল্গুর একফোঁটা জল।
হয়তো তখনো মৃত্যুর শেষ ইচ্ছেয়-
গড়ে তুলি তোমাকেই,
শেষবার ভেঙ্গে-
নিঃশেষ করে দিতে চেয়ে-
একেবারে ধুলোমাটির মতো!
তারপর যদি থামে  বিপ্লব,
থামে  সংগ্রাম,
একেবারে নিঃশব্দ হয়-
হাতুড়ী ছেনি,
তবে তখন শব্দহীন হোক নিঃশ্বাস,
নীথর হোক শরীরও।