রাজা তুমি রাজা হও—
ছাড় সিংহাসন, ছাড় আস্ফালন,
আন্দোলন দেখ রাজদ্বারে রাজ্যজুড়ে,
কেন বৃথা—কৃত্রিম আভরণে গরিমা মগ্ন,
ফিরে দেখ প্রাসাদের ধ্বংস শরীর,
সকল অলিন্দে স্পষ্ট কাতর আর্তনাদ,
তুমি শুধু তৃপ্ত প্রয়োজনহীন যুদ্ধ জয়ে—
ছিনিয়েছ সবসুখ ছিন্ন করেছ সবকিছু!
তারপর স্তুপাকারে নিম্মজিত অন্ধকারে,
ফেলেছ করুণাহীন নির্দয় অহংকারে,  
দেখনি ফিরে বুদবুদ শোণিত স্রোত।
সেতো শুধু বেলোর্মির কান্না ধ্বনি—
প্লাবনের বেগে এরপর ধেয়ে যাবে!
হয়তোবা ভাসাবে তোমায় নীল বিষে,
মাটির শরীর বেশ চুপচাপ এখনও,
শেষনাগ শরীর যদি ভাঙে ঘুম,
যদি জ্বলে দাবানল গভীর নিঃশ্বাসে,  
পাতালের ঘর থেকে যদি দেয় উঁকি,
তোরণের দ্বারে হয়তো তখন থাকবেনা কেউ,  
অসহায় একা তুমি পাবে না সম্বোধন,
অর্জিত সব যাবে ভেসে মর্ত্য হতে,
তুমিও হবে লীন  পোড়া রক্তের বাষ্পের সাথে,  
তার চেয়ে রাজা তুমি অন্তপুরে যাও,
রাজ্য গড় রাজ্যের সীমানার মাঝে,
অকারণ বিস্তারে ডেকো না অন্ধকার—
আর্তনাদের শরীর ছুঁয়ে দেখ একবার,
হয়তো তবে রাজা হবে তুমি সত্যিকারে,
ফিরে যাও রাজা তুমি তাই  যাও ফিরে—
আপনার ঘরে......!!!!!!