যদি নষ্ট হয়ে যাই কোন ত্র্যহস্পর্শে—
তবে তার দায় হয়তো বা নেবে না তুমি!
তবে কোন অধিকারে এঁকে দিতে চাও তিলক,   ,
শরীর পুড়িয়ে যে ছায়া রয়েছে বিছানো, তারি পরে?
কেন ফেল উদভ্রান্ত দীর্ঘনিঃশ্বাস—চাতুরীর তৃপ্তিতে?
পৃথিবীর শুধু এক নগ্নখণ্ড ক্ষণিক নিয়েছি ধার,
ছায়া শরীরের সঙ্গমে যদি বাঁচাতে পারি কোন প্রাণ,
যদি বাঁচে জন্মান্তরের কোন অণু পরমাণু,
তবে তা নিয়ে যেতে চাই স্বপ্ন সংবহনে —
এক হতে অন্য আরও বহু অন্য জীবন স্রোতে।  
আমার নির্বিকল্প সমাধির চারিপাশ জুড়ে—
আর ঘোর না অশরীরী মূর্তির মতো,মূর্ত মহিমায়!
প্রয়োজনহীন অলঙ্কারের মতো, কিংবা গ্রহণ ছায়া হয়ে।
সময় বিলিয়ে দিতে পার যেমন তুমি অবহেলে,
সময় বেঁধে নিতে পারি হয়তো বা আরও তুচ্ছাতীতে।  
এসবের সাথে যদি না থাকে পরিচয়,
তবে সরে গিয়ে দেখ আধিকারহীন অনাত্মীয়ের মতো।
নষ্ট জীবনেও বিনষ্ট হই নি আজও,
ত্র্যহস্পর্শেও......!!!!!