অকারণ অমরত্ব মৃত মানচিত্রের,
আতস কাঁচের নীচে স্পষ্ট জীবন—
পারেনি যেতে পেরিয়ে,
ভাজ্য ভাজকের কঠিন যাত্রাপথ!
জন্মে চলেছে, তাই ঈশানের কালো ভাগফলে—
একটি একটি বৃষ্টি বিন্দু,
চশমার ফ্রেম গড়িয়ে কাঁচের বুকে,
তোলে পাঁচিল,
ঝাপসা শরীর তারপর দৃষ্টির বাইরে!
ধূসর পৃথিবীর বুকে আঁকা নির্বাক ছবি—
কিংবা নির্বাক ছবির বুকে পৃথিবী,
তলিয়ে যেতে যেতে ক্লান্ত!
চিহ্নহীন গভীর কৃষ্ণ গহবরে।
হাঙরের দাঁতে তখন মায়াবী হাসি,
প্রস্রবণের শুড়ঙ্গে রক্ত বুদবুদ,
তবু বোকা জীবন হাঁটছে নিরীহ নদীর মতো,
তবু বইছে অদৃশ্য বাতাসের মতো,
তারপর শান্তি সঙ্গম অনন্ত আশ্রয়ের—
আবার ফিরিয়ে দেয় পুনর্জন্মে,
তাই মোহনায় জেগে থাকে জাদুকরী চোখ।