সাপের ঝাঁপি বুকে নিয়ে,
ঘুমিয়ে আছে রাতের আকাশ!
খেয়া ঘাটে কেউ আর নেই বসে,
ছায়াহীন সঙ্গীহীন সাপুড়ে চলেছে—
সাপেদের নীল দেশে অশক্ত শরীরে!
যেতে হবে মৃত নক্ষত্রের আলো চোখে,
পেতে হবে চুরি যাওয়া অমরত্ব,
মৃত্যুপুরীর পূজো হয়তো বা শেষ,
কাপালিক অস্ত্রে কাঁপছে প্রদীপ আলো,
যদি তারও পরে ফিরে আসা যায়,
একমুঠো তিলকের মাটি হাতে—
যদি একটিও তারা জাগে কোনোখানে,
তবে মাতৃ গ্রহ জন্ম দেবে নতুন বসতি,
তখন না হয় উঠুক কপালে তিলক ফুটে।