একটি রাত তার কালো শরীর নিয়ে—
দাঁড়িয়ে রয়েছে বিকেলের বন্ধ দরজায়,
নদী তার দুই কূলে খবর পাঠিয়েছে—
বানভাসি হয়ে যাবে বলে।
বাউল পথিক উস্কে দিল শরীরতত্ব—
তাই ফেরিওলা মুচকি হেসে বিক্রি করে,
নরম তুলতুলে বিছানা চাদর।
আর ঠিক সেই সময় বিখ্যাত খবরের চ্যানেলে—
এক সাংবাদিক সাক্ষাত্কার নিচ্ছে,
নিরামিষ প্রশ্নের মোড়কে, তারপর কী হল?
সেই সময় হঠাত্‍ লোডশেডিং,
এর মাঝে বিকেল খুলে দিয়েছে তার দুয়ার,
রাত্রি জাঁকিয়ে বসেছে—
নরম বিছানা চাদর পেতে।
তারপরের খবর সকালের পাখিরা বলতে পারে।